গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপপরিচালকের কার্যালয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ি, বরগুনা।
১. ভিশনঃ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎপাদনমুখী লাভজনক ও টেকসই ফসলখাত গড়ে তোলা। ২. মিশনঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হলো সকল শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদন করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। ৩.সেবা প্রদান প্রতিশু্তি ৩.১) নাগরিক সেবাঃ
৩.২) দাপ্তরিক সেবাঃ
|
প্রতিষ্ঠান/কার্যালয়ের নাম | কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
পূর্ণ ঠিকানা | খামারবাড়ি, বরগুনা |
ফোন, ই-মেইল | 02478886469
ই-মেইলঃ dddaebarguna@gmail.com |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
দায়িত্বপ্যাপ্ত কর্মকর্তার নাম, পদবী ফোন | ড.আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম
উপপরিচালক 02478886469 |
বিকল্প কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে) |
অতিরিক্ত উপপরিচালক (শস্য/পিপিি/উদ্যান)
|
আপীল (তথ্যনাপেলে) কর্তৃপক্ষের নাম, পদবী, ফোন ও ই-মেইল | অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল।
ই-মেইলঃ addae.barisal@gmail.com addaebarisal@gmail.com |
সার্বিক সেবা সম্পর্কিত অফিযোগ জানানোর ঠিকানা | উপপরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস