Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপপরিচালকের কার্যালয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ি, বরগুনা।

 ১. ভিশনঃ  ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎপাদনমুখী লাভজনক ও টেকসই ফসলখাত গড়ে তোলা।

২. মিশনঃ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হলো সকল শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদন করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

৩.সেবা প্রদান প্রতিশু্তি

৩.১) নাগরিক সেবাঃ                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            









ক্র.নং সেবার নাম সেবাসমূহ সম্পর্কিত মৌলিক তথ্যাবলি সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

দায়িতবপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী(পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান চাহিদা প্রাপ্তি সাপেক্ষে কৃষি বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভার আয়োজন চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল) পরামর্শ প্রদান আবেদন প্রাপ্তি - বিনামূল্যে সর্বো্চ্চ ৭ কর্ম দিবস উপপরিচালক
02478886469
অতিরিক্ত উপপরিচালক (পিপি/শস্য/উদ্যান)
উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস
২. উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান
* আবেদন প্রাপ্তি উপজেলা কমিটির অনুমোদন
* প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন
* আদেশ জারি ও হস্তান্তর
নির্ধারিত ফরমে আবেদন (ফরম) সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস শতকরা ৭০% মূল্যে উপকূলীয় এলাকায় এবং শতকরা ৫০% ভর্তুকি মূল্যে সমতল এলাকায় যন্ত্রপাতি বিতরণ করা হয়। ৪৫ কর্মদিবস উপজেলা কৃষি কর্মকর্তা,
সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস
বিসিআইসি সার ডিলার নিবন্ধন নবায়ন কৃষক পর্যায়ে মান সম্পন্ন সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে লাইসেন্স নবায়ন *নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি মূল্যায়ন ও সংশ্লিষ্ট ডিডি-ডিএই’র সুপারিশে নবায়ন সনদ প্রদান ১) নির্ধারিত ফরমে আবেদন
২) আবেদন ফরমে উল্লেখিত অন্যান্য দলিলাদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,বরগুনা
১০০০/- ট্রেজারি চালান, ভ্যাট-১৫০/- এর মাধ্যমে ১০ কর্মদিবস উপপরিচালক, ডিএই, ফোনঃ 02478886469
পেস্টিসাইড রিটেইল লাইসেন্স কৃষক পর্যায়ে মান সম্পন্ন কিটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেস্টিসাইড রিটেইল লাইসেন্স প্রদান নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি, উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশে লাইসেন্স প্রদান

১) ফরম-৮ এ দুই কপি আবেদন,

২)ট্রেড লাইসেন্স

৩) দোকানের বিবরন

৪) নাগরিক সনদ

ডিএই’রউপজেলা কৃষি অফিস সমূহ

৩০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-৪৫/= এর মাধ্যমে


৩০ কর্মদিবস

অতিরিক্ত উপপরিচালক (পিপি) , ডিএই


ফোনঃ 01717718763


পেস্টিসাইড হোলসেল লাইসেন্স কৃষক পর্যায়ে মান সম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেস্টিসাইড রিটেইল লাইসেন্স প্রসান নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি, উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশ লাইসেন্স প্রদান

১) ফরম-৮ এ দুই কপি আবেদন,

২)ট্রেড লাইসেন্স

৩) দোকানের বিবরন

৪) নাগরিক সনদ

৫) কোম্পানি কর্তৃক পত্র

ডিএই’র উপজেলাকৃষি অফিস সমূহ

১০০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-১৫০/= এর মাধ্যমে


৩০

কর্মদিবস


অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষন) , জেলা অফিস
নার্সারি রেজিস্ট্রেশন কৃষক পর্যায়ে মান সম্পন্ন চারা/কলম সরবরাহ নিশ্চিত করতে লাইসেন্স প্রদান নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি, উপজেলা কৃষি অফিসারের মূল্যায়ন ও সুপারিশ লাইসেন্স প্রদান

১) নির্ধারিত ফরমে দুই কপি আবেদন ২) ট্রেড লাইসেন্স ৩) নার্সারির বিবরণ ৪) নাগরিক সনদ

ডিএই’র জেলা ও উপজেলা

৫০০/=

ট্রেজারি চালান, ভ্যাট-৭৫/= এর মাধ্যমে


৩০

কর্মদিবস


উপপরিচালক, ডিএই, বরগুনা

৩.২) দাপ্তরিক সেবাঃ

ক্র.নং সেবার নাম সেবাসমূহ সম্পর্কিত মৌলিক তথ্যাবলী সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র ও  প্রাপ্তি স্থান সেবা মূল্য ও পরিশোদ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি, ফোন নম্বর, ই-মেইল)
চিঠিপত্র আদান-প্রদান গুরুত্বপূর্ণ পত্র সমূহ অধঃস্থন অফিসে প্রেরণ * ডাক, ই-মেইল, টেলিফোন এবং ডি-নথি
বিনা মূল্যে প্রয়োজন অনুয়ায়ী উপপরিচালক
02478886469
বাজেট বরাদ্দ মঞ্জুরী সরকারী কর্ম সম্পাদনের জন্য বাজেট বরাদ্দ অর্থ ছাড়করণ * চাহিদা প্রাপ্ত বাজেটের অনুমোদন বাজেট বরাদ্দের অর্থ ছাড়করণ বরাদ্দপত্র, মঞ্জুরীপত্র বিনা মূল্যে ৭ কর্মদিবস উপপরিচালক
02478886469
শ্রান্তি বিনোদন ছুটিসহ ভাত মঞ্জুরী প্রদান অধঃস্থন অফিসের কর্মচারীগণের প্রান্তি বিনোদন ছুটিসহ ভাতা মঞ্জুরী প্রদান করা হয়। * ডাক, ই-মেইল ও টেলিফোনের মাধ্যমে মঞ্জুরীপত্র বিনামূল্যে ৭ কর্মদিবস উপপরিচালক
02478886469


তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্য পত্র
প্রতিষ্ঠান/কার্যালয়ের নাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
পূর্ণ ঠিকানা খামারবাড়ি, বরগুনা
ফোন, ই-মেইল 02478886469
ই-মেইলঃ dddaebarguna@gmail.com
প্রতিষ্ঠানের ধরন সরকারি
দায়িত্বপ্যাপ্ত কর্মকর্তার নাম, পদবী ফোন ড.আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম
উপপরিচালক
02478886469
বিকল্প কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে)
অতিরিক্ত উপপরিচালক (শস্য/পিপিি/উদ্যান)
আপীল (তথ্যনাপেলে) কর্তৃপক্ষের নাম, পদবী, ফোন ও ই-মেইল অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, বরিশাল।
ই-মেইলঃ addae.barisal@gmail.com
addaebarisal@gmail.com
সার্বিক সেবা সম্পর্কিত অফিযোগ জানানোর ঠিকানা উপপরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা।